[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

প্রকাশঃ
অ+ অ-
সন্ধ্যায় সূত্রাপুরে একটি বাসে আগুন লাগে | ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক এসব তথ্য জানান।

এর আগে, গত সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এছাড়া, বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন লেগেছিল। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন