[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে ধরা ২ রোহিঙ্গা নারী

প্রকাশঃ
অ+ অ-
চাঁদপুরে ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী | ছবি: পদ্মা ট্রিবিউন  

চাঁদপুরে ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। মঙ্গলবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়।

আটক দুই নারী কক্সবাজারের কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আজ বুধবার ভোরে পুলিশ পাহারায় তাঁদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। 

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ওই দুই নারী পাসপোর্ট করতে আসেন। পরে তাঁদের জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে ভুয়া এনআইডির বিষয়টি ধরা পড়ে। একপর্যায়ে তাঁরা জাল কাগজের কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, এক ব্যক্তি তাঁদের সৌদি আরবে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর মাধ্যমেই এসব কাগজপত্র জোগাড় করা হয়। তবে তাঁরা সেই ব্যক্তিকে চিনেন না বলে দাবি করেছেন।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘পুলিশ ক্লিয়ারেন্স বন্ধ থাকায় এখন আমরা আরও সতর্ক। তবুও ভয় থাকে, কারণ ফাঁকফোকর দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিতে পারে। আমরা আরও সচেতন হওয়ার চেষ্টা করছি।’

চাঁদপুর মডেল থানার ওসি  বাহার মিয়া বলেন, আটক দুই নারী যেহেতু বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন, তাই থানার কর্মকর্তা ও পুলিশ ফোর্সসহ তাঁদের সেখানে ফেরত পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন