[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোর-১ আসনে বোন বিএনপির মনোনীত প্রার্থী, প্রতিবাদে ভাইয়ের সমর্থকদের বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন ইয়াসির আরাফাতের সমর্থকেরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে | ছবি : ভিডিও থেকে নেওয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তাঁর ভাই ইয়াসির আরশাদের সমর্থকেরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বোনের সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে।

গতকাল সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত লালপুর উপজেলার কদিমচিলান ও গৌরিপুর মোড়ে এসব ঘটনা ঘটে।

ফারজানা শারমিন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তাঁর ভাই ইয়াসির আরশাদও ওই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গতকাল সন্ধ্যায় ঢাকায় বিএনপি সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে। এতে নাটোর–১ আসনে ফারজানা শারমিন, নাটোর–২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) এবং নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়।

প্রার্থীদের নাম ঘোষণার পর লালপুরে ইয়াসির আরশাদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে জিল্লুর রহমান নামে এক কর্মী আহত হন। তাঁর রক্তাক্ত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর–পাবনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ও প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, 'মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ অভিযোগও করেনি।' 

অন্যদিকে নাটোর–২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মনোনয়ন দেওয়ায় গতকাল রাতে নাটোর শহরের কানাইখালি, আলাইপুর ও স্টেশনবাজার এলাকায় বিএনপি কর্মীরা আতশবাজি ও পটকা ফোটান। কর্মীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন