কমলগঞ্জে রেলপথে স্লিপার ফেলে দুর্ঘটনার চেষ্টা
![]() |
| রেললাইন | প্রতীকী ছবি |
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেলপথের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সকালে কাজের জন্য বের হয়ে তাঁরা রেলপথের ওপর বেশ কয়েকটি স্লিপার পড়ে থাকতে দেখেন। এই পথে প্রতিদিন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল করে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে রেলওয়ের কর্মীরা গিয়ে রেলপথের ওপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলেন।
ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার পলাশ দাস বলেন, ‘যদি সেই সময়ে কোনো ট্রেন ওই পথে যেত, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনাটি খুবই দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, দুর্বৃত্তরা রেলপথের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। এটি নাশকতার প্রচেষ্টা হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন