[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে রিজভী

প্রকাশঃ
অ+ অ-
আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশন করছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তার এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তারেক দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে কথা বলেছেন। তাই আমজনতার দল অবশ্যই নিবন্ধন পাওয়ার যোগ্য।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে সংহতি প্রকাশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমজনতার দল ইতিমধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। আমি দেখেছি, আরও কম গুরুত্বপূর্ণ কিছু দলও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দল কেন নিবন্ধন পায়নি, আমি বুঝতে পারছি না। তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। তিনি কোনো গোপন রাজনৈতিক দল করতে চাননি। তিনি আইনসম্মতভাবে একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। যদি তার উদ্দেশ্য খারাপ হতো, তাহলে গোপনভাবে রাষ্ট্রবিরোধী কাজ করতেন। কিন্তু তারেক কোনো রাষ্ট্রবিরোধী কাজ করেননি।’

তিনি বলেন, ‘তারেক দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কথা বলেছেন। আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। যারা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করতে চায়, তাদের বিরুদ্ধে তারেক কথা বলেছেন। আজ তার দলের নিবন্ধন দেওয়া হচ্ছে না, তাহলে নির্বাচন কমিশন কাদের নিবন্ধন দেবে?’

রিজভী বলেন, ‘আমি কাউকে ছোট করতে চাই না। কিন্তু তারেক যে চিন্তা, রাজনৈতিক সংগ্রাম এবং কর্মসূচির ভিত্তিতে দল গঠন করেছেন, সেই দলের নিবন্ধন অবশ্যই প্রাপ্য। ন্যায্য কারণে যে অনশন করছেন, সেই অনশন কর্মসূচির প্রতি আমি বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’

গত মঙ্গলবার তারেক রহমান অনশন শুরু করার পর, নির্বাচন ভবনের সামনে আরও কয়েকটি দলের নেতাকর্মী তার সাথে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন