[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাগরে আবার লঘুচাপ, ২ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশঃ
অ+ অ-
আবহাওয়া অধিদপ্তর | ছবি: পদ্মা ট্রিবিউন  

সীতাকুণ্ড, ঘূর্ণিঝড় মোন্থা বিদায় নেয়ার পর বঙ্গোপসাগরে আবার লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে দেশের দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ মঙ্গলবার সকালে দেওয়া বার্তায় বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলের কাছে এই লঘুচাপটি অবস্থান করছে। এটি বাংলাদেশ–মিয়ানমার উপকূলের দিকে এগোতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, 'লঘুচাপটি ঘনীভূত হতে পারে এবং পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে আজ বৃষ্টি হতে পারে। বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে।' 

তিনি আরও জানান, লঘুচাপটি চট্টগ্রাম উপকূলের দিকে এগোচ্ছে। তাই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নিয়ে হাফিজুর রহমান বলেন, 'ঢাকায় আগামীকাল বুধবার বা পরদিন সামান্য বৃষ্টি হতে পারে।' 

এর আগে ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় মোন্থা ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টি হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া, সিরাজগঞ্জের তাড়াশ এবং রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত অনেক বেশি হয়, যা ফসলের ক্ষতি করেছে। রাজধানীতে মোন্থার কারণে গত শনিবার ৯ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন