গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
![]() |
| ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে গাজীপুর নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরে সাত ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গাজীপুর নগর ও শ্রীপুরে এসব ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি।
গাজীপুর নগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে রাত সাড়ে ১০টার দিকে অগ্নিসংযোগ করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এক মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুজন যুবক বাসের পাশে গিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন। যাত্রী না থাকায় কেউ আহত হননি। আগুনে বাসের কিছু আসন ও যন্ত্রাংশ পুড়ে গেছে। খবর পেয়ে কাশিমপুর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছেন। বাস ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি।
গাজীপুর নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় বুধবার ভোর সাড়ে চারটার দিকে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস আসে, কিন্তু পুলিশ না আসায় তারা শুধু অপেক্ষা করেন। পুলিশ এসে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। বাসের ভেতরে কেউ না থাকায় কেউ আহত হননি। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।
![]() |
| ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের সব সিট আগুনে পুড়ে গেছে | ছবি : ফায়ার সার্ভিসের সৌজন্যে |
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, রাতে মহাসড়কের পাশে যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে ছিল। ওই বাসে কে বা কারা আগুন ধরিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কেউ আহত হয়নি, তবে বাস পুড়ে গেছে।
গাজীপুর নগরের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তরা বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এদিকে শ্রীপুরে পেট্রল পাম্পের পাশে পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ আহত হয়নি, তবে বাসের সব সিট পুড়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শ্রীপুরের জৈনা বাজার থেকে ঢাকার মধ্যে চলাচলকারী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় পেট্রল পাম্পের পাশে পার্ক করা ছিল। বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালকের সহকারী। তিনি ইঞ্জিনের কাছে সিটে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ আহত হয়নি।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তবে অগ্নিসংযোগে জড়িত দুর্বৃত্তদের ধরা যায়নি। এ ঘটনায় তারা আইনি ব্যবস্থা নেবেন।


একটি মন্তব্য পোস্ট করুন