[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিদ্যুৎ গ্রাহকদের ঈশ্বরদী ব্লকেড

প্রকাশঃ
অ+ অ-
ব্লকেড  কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ হয়। সোমবার সকাল ১০টা ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধ, নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে অপসারণসহ পাঁচ দফা দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিদ্যুৎগ্রাহকেরা। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এই কর্মসূচি চলে। ‘ঈশ্বরদীর সচেতন নগরবাসী ফোরাম’ এর আয়োজন করে।

বাকি তিন দফা দাবির মধ্যে আছে—২০১ জন বিদ্যুৎগ্রাহকের নামে করা মামলা প্রত্যাহার, নেসকোর ডিপ্লোমা প্রকৌশলী আবু তোহাকে বদলি করা এবং মিটার রিডার নজরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করা। একই দাবিতে গত সপ্তাহেও শহরে গণ–অনশন হয়েছিল।

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকেই গ্রাহকেরা শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, ঈশ্বরদী–পাবনা আঞ্চলিক মহাসড়ক এবং ঈশ্বরদী–কুষ্টিয়া সড়ক অবরোধ করে প্রিপেইড মিটারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তাঁরা শহর, আঞ্চলিক ও বিভিন্ন গ্রামের সড়কে বাঁশ, কাঠ, গাছের ডাল ও বেঞ্চ ফেলে সড়ক বন্ধ করে দেন। কেউ কেউ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে অংশ নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

দুপুর ১২টার দিকে শহরের রেলগেটে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে পথসভায় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন, ‘প্রিপেইড মিটার কোনোভাবেই ঈশ্বরদীতে চালু করতে দেব না। গ্রাহকদের ন্যায্য দাবি পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ সময় সচেতন নগরবাসী ফোরামের সমন্বয়ক আ ফ ম রাজিবুল আলম ইভান, উপজেলা জামায়াতে ইসলামীর আইন ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গত ১৬ নভেম্বর ঈশ্বরদী শহরে সম্মিলিত নাগরিক জোটের উদ্যোগে চার ঘণ্টার গণ–অনশন অনুষ্ঠিত হয়। তার আগে ২৯ অক্টোবর ঈশ্বরদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়। সে সময় গ্রাহকদের সঙ্গে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বাগ্‌বিতণ্ডার ঘটনায় ২০১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর।

প্রতিবাদে ২ নভেম্বর গ্রাহকসহ ২৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করে চার দফা দাবি জানায়। এরপর ১০ নভেম্বর সম্মিলিত নাগরিক জোটের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধি দলের সদস্যরা পাবনা জেলা প্রশাসককেও বিষয়টি জানান।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন