[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৭০ হাজারের বেশি প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন

প্রকাশঃ
অ+ অ-
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন করা যাচ্ছে | ছবি: ইসির ওয়েবসাইট থেকে নেওয়া

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ ভোটার, ১১ হাজার ১৫০ জন নারী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোট আপডেট থেকে এই তথ্য জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

ইসির ওয়েবসাইট অনুযায়ী, দেশভিত্তিকভাবে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫, কানাডায় ৭ হাজার ৮৭, জাপানে ৬ হাজার ৪৫২, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন নিবন্ধন করেছেন।

প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে ভোটার নিবন্ধন সাময়িকভাবে স্থগিত ছিল। তবে ইসি আশা করছে, আজ আবার এই দেশগুলোয় নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, সাত দেশে আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চলছে।

গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, গত বুধবার রাত আড়াইটার দিকে দেখা যায়, সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসী ভোটাররা ঠিকানা সঠিকভাবে দিতে পারছিলেন না। ব্যালট পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্টকোডসহ দিতে হবে। অনেকেই বাধ্যতামূলক ক্ষেত্রগুলোতে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। এজন্য নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়। পরে দূতাবাস ও অন্যান্য মাধ্যমে প্রবাসীদের সঠিক ঠিকানা পূরণের তথ্য জানানো হবে।

অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন বিশ্বের সব দেশের জন্য ২৭ নভেম্বর উন্মুক্ত করা হয়। ইসি জানিয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন করতে পারবেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের সময় প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিনের সময় ঠিক করা হয়েছিল। পরে সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কোনো সময় প্রবাসী ভোটার নিবন্ধন করতে পারবেন।

আখতার আহমেদ আরও বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের নির্বাচনী ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া নির্বাচনে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।

১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেই দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালটপ্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন