[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিরপুরে দুটি ককটেলসহ আওয়ামী লীগ কর্মী আটক: পুলিশ

প্রকাশঃ
অ+ অ-

ককটেলসহ আটক | প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশন থেকে আজ বৃহস্পতিবার দুটি ককটেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম নাঈম (২২)। পুলিশ জানায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১৪ নম্বর এলাকা থেকে নাঈমকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়।

ওসি মামুন বলেন, নাঈম আওয়ামী লীগের কর্মী এবং তিনি নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ককটেল বহন করছিলেন। বর্তমানে তিনি থানার হেফাজতে আছেন।

আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন দিনে সারা দেশে অন্তত ১৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টি ঘটনা ঘটেছে ঢাকা ও আশপাশের এলাকায়—সাভার ও গাজীপুরে। বাসে আগুনের ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একজনের মৃত্যুও হয়েছে। গতকাল রাতে ও আজ সকালেও কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে।

বাসে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। গত তিন দিনে ঢাকায় অন্তত ২২টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন