[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে কাদিরাবাদ সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ

প্রকাশঃ
অ+ অ-
নাটোরের দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে নবীন সৈনিকদের কুচকাওয়াজে অংশগ্রহণ | ছবি: পদ্মা ট্রিবিউন

নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে নবীন সৈনিকদের দল-২০২৫-এর 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মনোয়ারুল ইসলাম সরদার, প্রশিক্ষণ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাখাওয়াত হোসেন এবং প্যারেড কমান্ডার মেজর মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে ইঞ্জিনিয়ার্স কোরের অবদান গুরুত্বপূর্ণ। আধুনিক ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। একজন সৈনিক হিসেবে দেশের জনগণের নিরাপত্তায় দায়িত্বশীল থাকা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ সেবায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

কুচকাওয়াজ অনুষ্ঠানে মোট ৯১২ জন  ইঞ্জিনিয়ার্স কোরের সৈনিক হিসেবে যোগদান ও শপথ গ্রহণ করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন