[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে বোনের কোয়ার্টার থেকে শিক্ষানবিশ নার্সের মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
ঝুলন্ত মরদেহ উদ্ধার |  প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়ার্টার থেকে এক শিক্ষানবিশ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের ধারণা, অসুস্থতার কারণে শিক্ষানবিশ সনদ না পাওয়ার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।

মারা যাওয়া তরুণের নাম মোহাম্মদ শাহিন আলী (২২)। তিনি লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহরকয়া গ্রামের মরহুম সাজদার রহমানের ছেলে। শাহিন রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে নার্সিং ডিপ্লোমা পাস করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলেন। তাঁর বোন মেহেরুন্নেসা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স। তিনি ভাই শাহিনের সঙ্গে ওই নার্স কোয়ার্টারে থাকতেন।

মেহেরুন্নেসা বলেন, তাঁর ভাই শাহিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু করেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তিন মাস পর তা বন্ধ করে বাড়ি ফিরে আসেন। গতকাল সকালে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে রাজশাহীতে যান শাহিন। তবে ইন্টার্নশিপ শেষ না করায় তাঁকে সার্টিফিকেট দেওয়া হয়নি। এতে মন খারাপ করে তিনি বাসায় ফেরেন। সন্ধ্যার পর বাসায় এসে একটি কক্ষে গামছা পেঁচিয়ে ঝুলতে দেখেন মেহেরুন্নেসা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তাঁর ধারণা, সার্টিফিকেট না পাওয়ার হতাশা থেকেই শাহিন আত্মহত্যা করেছেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শাহিনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন