[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগের ভোটারদের নিয়ে কী ভাবছে ইসি, প্রশ্ন সাংবাদিকদের

প্রকাশঃ
অ+ অ-

জাতীয় নির্বাচন সামনে রেখে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন।  সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে | ছবি: ইসির সৌজন্যে

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, দলটির সমর্থকরা দেশের নাগরিক। তাদের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে, তা স্পষ্ট করে জানাতে বলা হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে এই প্রশ্নটি ওঠে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু তাদের ভোটারদের বাদ দিতে পারবেন না। তারা দেশের নাগরিক। অনুশোচনা করেছেন কি না, তা আলাদা বিষয়। তবে তাদের ভোটাধিকার তো কেবল এ কারণে বাতিল হবে না।’

প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান বলেন, এক দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনও অংশগ্রহণমূলক হবে না—এটা ঠিক নয়। নির্বাচনে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক দুই দিক আছে। কোনো দল তাদের অতীত ভুলের জন্য নির্বাচনে অংশ না নিলেও, যদি অন্যরা প্রতিদ্বন্দ্বিতা করে এবং মানুষ ভোট দিতে উৎসাহিত হয়, তবে নির্বাচন অংশগ্রহণমূলক হিসেবেই গণ্য হবে।

আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলে সমাজ আরও বিভাজিত হবে বলে সতর্ক করেছেন খবরের কাগজ-এর সম্পাদক মোস্তফা কামাল।

সংলাপে  মোস্তফা কামাল বলেন , ‘সবাই যদি ভোটে অংশ নিতে পারে, তাহলে সংঘাতের আশঙ্কা কমবে। ইসিকে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে এবং সমাজের কোনো অংশ বাদ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ এখন নির্বাচনের বাইরে। সাধারণ মানুষের তো কোনো দোষ নেই, তারা তো ফ্যাসিবাদ না। উৎসবমুখর নির্বাচন হতে হলে অর্ধেক মানুষকে বাইরে রেখে সেটা সম্ভব নয়। কীভাবে সবাইকে আনা যায়, বিচারপ্রক্রিয়া দ্রুত করা যায়—এটা নিয়েই ভাবতে হবে।’

সংলাপের শেষ দিকে সাংবাদিক ও সম্পাদকেরা যেসব বিষয় তুলে ধরেন, সেগুলো নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে আওয়ামী লীগের ভোটারদের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন