[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, আজই প্রজ্ঞাপন না হলে নামবেন রাস্তায়

প্রকাশঃ
অ+ অ-
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ। আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে | ছবি: পদ্মা ট্রিবিউন

তিন দফা দাবিতে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে শিক্ষক-কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তাঁরা। পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পরদিন সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। অন্য দুটি দাবি হলো—শিক্ষক ও কর্মচারীর জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে মিছিল করেন আন্দোলনরত শিক্ষকেরা। তবে হাইকোর্টের মাজারসংলগ্ন গেটে পুলিশ মিছিল আটকে দেয়। সেখানেই রাত পর্যন্ত অবস্থান করতে দেখা যায় তাঁদের।

আজ বেলা ১১টা থেকে আবারও শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। দাবি মেনে না নিলে দুপুর ১২টায় শাহবাগ মোড় অবরোধের কথা ছিল। তবে ১২টার পরও এই কর্মসূচি শুরু হয়নি।

বেলা ১১টা থেকে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন আন্দোলনরত শিক্ষকেরা। আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে | ছবি: পদ্মা ট্রিবিউন

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক চলছে। বৈঠক থেকে ফেরার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিবুর রহমান আল ফরিদী বলেন, 'আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। এটাকে ২০ শতাংশ করার দাবিতে আন্দোলন করায় পুলিশ আমাদের ওপর হামলা করেছে। ম্যাট্রিক পাস পুলিশ সদস্যরা ৪৫ শতাংশ বাড়ি ভাড়া পেলে আমরা শিক্ষকেরা ২০ শতাংশ কি বেশি দাবি করেছি?' 

হাবিবুর রহমান আল ফরিদী জানান, আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে দাবি আদায়ে আবারও সড়কে অবস্থান নেওয়া হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে | ছবি: পদ্মা ট্রিবিউন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে আন্দোলনে আসা সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের বাংলা বিভাগের প্রভাষক কাররাম মুনিরা বলেন, 'আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না। আমরা চাই শ্রেণিকক্ষে থাকতে। আন্দোলনে থাকার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের উচিত শিক্ষার্থীদের কথা ভেবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। না হলে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন