কোনো মিডিয়া বন্ধ হবে না, নতুন মিডিয়া দেব: তথ্য উপদেষ্টা
![]() |
অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম | ছবি: পদ্মা ট্রিবিউন |
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, 'অন্তর্বর্তী সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না। যেহেতু বন্ধ করা হবে না, তাই নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়া হবে, যাতে বাজার প্রতিযোগিতামূলক হয়।'
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, 'গত ১৫ বছরে যেসব টিভি অনুমোদন পেয়েছে, তা রাজনৈতিকভাবে অনুমোদন করা হয়েছে। পরবর্তীতে সেগুলো কী ভূমিকা পালন করেছে, তা আপনারা জানেন। এখানে অবশ্যই পক্ষপাত ছিল।'
তথ্য উপদেষ্টা আরও বলেন, এই সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ হবে না। ফলে নতুন প্রজন্মের, যারা এই গণ-অভ্যুত্থান করেছে বা যারা ফ্যাসিবাদবিরোধী, তাদের জন্য স্পেস তৈরি করতে হবে। এ কারণে নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'আমি কোনো মিডিয়া বন্ধ করব না, তাই নতুন মিডিয়া দেব।'
প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন আইন থাকলে সবচেয়ে সুখবর হতো। কিন্তু নতুন আইন করলে এই সরকারের সময় বা বর্তমান ব্যবস্থার মধ্যে কখনো নতুন গণমাধ্যম আসতে পারবে না। নতুন গণমাধ্যম এলে বাজার প্রতিযোগিতামূলক হবে বলেও উল্লেখ করেন।
পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটকোর প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভার বিষয়বস্তু জানানো হয়েছে।
মতবিনিময় সভায় দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোকে তাদের নিজস্ব আচরণবিধি (কোড অব কনডাক্ট) প্রণয়ন করে তা জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বেসরকারি টিভি চ্যানেলগুলো তাদের আচরণবিধি জনসমক্ষে প্রকাশ করলে সাধারণ মানুষ বুঝতে পারবে, তারা সেটি মেনে চলছে কি না। এতে চ্যানেলগুলোর জনগণের প্রতি দায়বদ্ধতা বাড়বে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, কেবল টিভি ডিজিটালাইজ করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। এই বিষয়ে স্বল্প সময়ের মধ্যে আবার সভা করা হবে। সংশ্লিষ্ট অংশীদারদের মতামতের ভিত্তিতে সরকার কেবল টিভি ডিজিটালাইজেশনের জন্য একটি নীতিমালা তৈরি করবে।
মাহফুজ আলম বলেন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
মতবিনিময় সভায় অ্যাটকোর প্রতিনিধিরা কেবল টিভি ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিয়েছেন। তারা টিভি ডিজিটালে রূপান্তরের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বেসরকারি চ্যানেলের জন্য কোনো আইন বা নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীদারদের মতামত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অ্যাটকোর নেতারা সভায় জানিয়েছেন, বর্তমানে বেসরকারি চ্যানেলের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ বা চাপ নেই।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অ্যাটকোর কোষাধ্যক্ষ জহির উদ্দীন মাহমুদ, পরিচালক মোস্তফা কামাল, পরিচালক আবদুস সালাম, পরিচালক নাভিদুল হক ও পরিচালক টিপু আলম উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন