গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি
![]() |
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমেটেডের (ইউনিট-২) শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি ওষুধ কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছেন। আজ সোমবার সকালে তারা কাজ বন্ধ করে অবস্থান নেন।
স্থানীয়রা জানান, জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড (ইউনিট-২) কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকের কাছে বেতন চাইলে নানা টালবাহানা করা হয়। বাধ্য হয়ে শ্রমিকেরা আজ সকাল থেকে কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ কর্মকর্তারা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, মাঝেমধ্যে কিছু টাকা দেয়। ওই টাকায় চলছি। বেতন চাইলে দেই, দিচ্ছি বলে সময়ক্ষেপণ করা হয়। এভাবে তিন মাসের বেতন বকেয়া।'
জেনারেল ফার্মাসিউটিক্যালের কর্মকর্তা রাজু আহাম্মেদ বলেন, 'কারখানায় স্টাফসহ তিন শতাধিক শ্রমিক রয়েছেন। এর মধ্যে স্টাফদের বেতন আট মাস এবং শ্রমিকদের তিন মাস বকেয়া।'
কারখানার মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম ও উৎপাদন কর্মকর্তা কৌশিক আরেফিনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তাঁরা পাওয়া যাননি।
কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, 'শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
একটি মন্তব্য পোস্ট করুন