[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিআরটি কাজ শেষ না হওয়ায় গাজীপুরে মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের কাজ দীর্ঘ সময়েও শেষ না হওয়ায় গাজীপুরে মানববন্ধন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় গাজীপুরে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় ‘গাজীপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বিআরটি প্রকল্পের কাজ চলায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তাঁরা দ্রুত কাজ শেষ করার পাশাপাশি সড়ক নিরাপদ করার দাবি জানান।

এ সময় ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—পদচারী সেতু চালু করা, জেব্রা ক্রসিং স্থাপন, খোলা ম্যানহোলে ঢাকনা দেওয়া, উড়ালসড়কের ওপর ও নিচে সিসিটিভি ক্যামেরা বসানো ইত্যাদি। বক্তারা আরও বলেন, চার মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে।

মানববন্ধনে সাধারণ মানুষ ছাড়াও বিএনপি, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা অংশ নেন।

গত বছরের ১৫ ডিসেম্বর গাজীপুরের শিববাড়ী থেকে বিআরটিসির ১০টি বাস চালুর উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সে সময় তিনি বলেছিলেন, বিআরটি একটি 'রুগ্ণ প্রকল্প', তবু মানুষের চলাচলের সুবিধার জন্য বাসগুলো চালু করা হয়েছে। বর্তমানে ওই রুটে দুই–তিনটি বাস অনিয়মিতভাবে চলাচল করছে।

গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে দ্রুত ও নিরাপদ পরিবহনব্যবস্থা চালুর লক্ষ্যে ২০১২ সালের ডিসেম্বরে প্রকল্পটি নেওয়া হয়। ২০ দশমিক ৫ কিলোমিটার সড়কে কাজ শেষ করার মেয়াদ নির্ধারণ করা হয়েছিল চার বছর এক মাস। তবে সময় পাঁচ দফা বাড়ানোর পরও কাজ শেষ হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা সম্পন্ন করতে পারেনি কর্তৃপক্ষ। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন