  | 
| মো. শওকত | ছবি : সংগৃহীত | 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মো. শওকত। আজ সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, শওকত আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। একই বিস্ফোরণে দগ্ধ মো. তানভীর ও মো. মেশকাত বর্তমানে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। তাঁদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।
পুলিশ জানায়, হাসপাতালের ছাদে সাততলায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণকক্ষে গণপূর্ত বিভাগের ঠিকাদারের তিনজন এসি টেকনিশিয়ান কাজ করছিলেন। বেলা ১১টার দিকে এসির বিস্ফোরণে তারা দগ্ধ হন। বিস্ফোরণ যে স্থানে ঘটেছে, তার ঠিক নিচে হাসপাতালের প্রসূতি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডের ছাদ ক্ষতিগ্রস্ত হলেও কোনো রোগী আহত হননি।
এর আগে দুপুরে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, গণপূর্ত বিভাগের ঠিকাদারের লোকজন এসি মেরামতের সময় বিস্ফোরণ ঘটেছে।
  | 
| বিস্ফোরিত এসির অংশবিশেষ এসে পড়ে পাশের বারান্দায়  | ছবি: পদ্মা ট্রিবিউন  | 
 
একটি মন্তব্য পোস্ট করুন