মিরপুরে যাত্রী নামিয়ে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
![]() |
আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার পর জ্বলছে । শুক্রবার সকালে মিরপুরের পূর্ব কাজীপাড়ায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ায় আজ শুক্রবার সকালে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে হাত ইশারায় বাসটি থামায় একদল ব্যক্তি। তারা বাসে উঠে চালক ও তাঁর সহকারীকে মারধর করে নামিয়ে দেয়। যাত্রীরাও দ্রুত নেমে যান। এরপর বাসের সামনের কাচে কয়েকটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা এবং বাসে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যায় ঘটনাস্থলে। প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসটি পুরোপুরি পুড়ে যায়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, 'অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। পরিবহনের কিছু কর্মীকে সম্প্রতি ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি বলে তিনি জানিয়েছে।'
একটি মন্তব্য পোস্ট করুন