[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শিগগিরই শুরু: রেল সচিব

প্রকাশঃ
অ+ অ-

পাবনায় গিয়ে সমাবেশে কথা বলেন রেল সচিব ফাহিমুল ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন   

শিগগিরই সরাসরি ঢাকা-পাবনা রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন।

শুক্রবার রাতে পাবনার বেড়া উপজেলার ঢালারচরের ঘাস চরে আয়োজিত এক সমাবেশে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ঢাকা-পাবনা সরাসরি রেল সংযোগ এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবে রূপ নেওয়ার পথে সরকারের উচ্চ পর্যায়ের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।

এর আগে বেড়া উপজেলার খয়ের চর, ঢালারচর ও কাজীরহাট এলাকায় সরেজমিন পরিদর্শন করেন সড়ক ও পরিবহন বিভাগের সচিব মো. এহছানুল হক এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সমাবেশে পাবনা-২ আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় তারা ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু করা, জ্বালানি ও সময়ের খরচ কমানো এবং বিকল্প যোগাযোগ নিশ্চিত করতে কাজিরহাট ফেরিঘাট–খয়ের চর রুট চালুর প্রস্তাব, অন্যান্য সংযোগ সড়ক উন্নয়ন এবং ঢালারচর থেকে পদ্মা রেল সেতুর সংযোগ স্থাপনের সম্ভাবনা যাচাইসহ কয়েকটি প্রকল্পস্থল পর্যালোচনা করেন।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন