[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে হোটেলের কক্ষে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

নাটোর শহরের নিচাবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি রোববার রাতে ‘নাটোর বোর্ডিং’ থেকে উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম আনোয়ার পারভেজ (৫৫)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর এলাকার জহু মিয়ার ছেলে। আনোয়ার পারভেজ নাটোর বোর্ডিংয়ের অতিথি ছিলেন।

থানার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে আনোয়ার পারভেজ নাটোর বোর্ডিংয়ের চারতলার ৬২ নম্বর কক্ষ ভাড়া নেন। এরপর তাঁকে আর কক্ষ থেকে বের হতে দেখা যায়নি। রোববার দুপুরে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী কক্ষ পরিষ্কার করার জন্য দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাননি। পরে বিষয়টি হোটেলের ব্যবস্থাপককে জানান। সন্ধ্যায় ব্যবস্থাপক সদর থানায় খবর দেন।

রাত আটটার দিকে পুলিশ হোটেলে এসে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়া গেলে কক্ষের তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। মেঝেতে ব্যবসায়ীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।

 নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান,  'লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি অসুস্থতার কারণে মারা গেছেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা নাটোরে আসছেন।'

তিনি আরও বলেন, 'সোমবার সকালে সদর হাসপাতালের মর্গে লাশটির ময়নাতদন্ত করা হবে।'  

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন