[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শাহবাগে তোপের মুখে মঞ্জু-সাকি, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান

প্রকাশঃ
অ+ অ-
শাহবাগে শিক্ষকদের অবরোধস্থলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু  | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবরোধে এসে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তোপের মুখে পড়েছেন। আন্দোলনরত শিক্ষকরা তাদের উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া, দালাল’ স্লোগান দেন।

জোনায়েদ সাকি ও মজিবুর রহমান মঞ্জু পরে বলেন, 'তারা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার জন্য এসেছেন। যেহেতু শিক্ষকরা আলোচনা করতে ইচ্ছুক নন, আমরা তিন দফা দাবি মন্ত্রণালয়ে জানিয়ে দেব। এরপর আমরা স্থান ত্যাগ করি।' এ সময় ভিড়ের মধ্যে জুনায়েদ সাকির ফোন হারিয়ে যায়।

আজ বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। মজিবুর রহমান মঞ্জু বলেন, 'আমরা শিক্ষা উপদেষ্টা সি আবরারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমরা আপনাদের চূড়ান্ত কথা ওনাদের জানাতে চাই।' 

এরপর আন্দোলনরত শিক্ষকরা ‘২০ পার্সেন্ট চূড়ান্ত, আর কীসের কথা’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায় শিক্ষক প্রতিনিধি মাইকে বলেন, 'আমাদের সম্মানিত রাজনীতিবিদরা এসেছেন। তবে আমরা একাধিকবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসেছি। আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে।' 

মাইকে জোনায়েদ সাকি বলেন, 'আমরা আপনার তিন দফা দাবি শুনেছি। জনসমাবেশে তো কথা হতে পারে না। শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থা কী, সরকারের দাবি কী—এটা আপনাদের জানতে হবে। সরকারের প্রস্তাব শুনতে হবে। যদি না শোনেন, বসতে না চান, তাহলে আমরা আপনার দাবি জানিয়ে দেব।' 

তিনি আরও বলেন,'আমরা রাজনীতি করি। আমি গণসংহতি করি, মঞ্জু ভাই এবি পার্টি করেন। আপনাদের আন্দোলনের ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যৌক্তিক সমাধানের জন্য কথা বলেছি। তাদের কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। নেতৃবৃন্দ যদি কথা বলতে না চান, আলোচনার সুযোগ না থাকলে আমরা দাবি জানিয়ে দেব।' 

বের হওয়ার সময় মাইকে ঘোষণা দেওয়া হয়, 'সাকি ভাইয়ের ফোন চুরি হয়ে গেছে।' পরে তারা টিএসসির দিকে চলে যান।

শিক্ষক ও কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, 'পুলিশ আমাদের অনুরোধ করেছে, শহীদ মিনারে যাই। আমরা এখনও কোনো আশ্বাস পাইনি। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন