 |
শিয়ালবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। লাশগুলো পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে এবং কারখানার সামনে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তালহা বিন জসিম বলেন, পোশাক কারখানার পাশে রাসায়নিকের গুদামে আগুন লাগার কারণে ক্ষতিকর গ্যাসে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
আগুন আজ দুপুর পৌনে ১২টার দিকে লেগেছিল। ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট। রাসায়নিক গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার-অক্সাইড রাখা ছিল।
 |
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে | ছবি: পদ্মা ট্রিবিউন |
একটি মন্তব্য পোস্ট করুন