শিয়ালবাড়ি আগুনে ১৬ জনের মধ্যে ১০ জনের লাশ শনাক্তের দাবি
![]() |
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করছে সিআইডি। আজ বুধবার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্তের দাবি জানিয়েছেন স্বজনেরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সব কটি লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। তবে ১০ জনের লাশ শনাক্তের দাবি করেছেন স্বজনেরা। ভবিষ্যতে সমস্যা এড়াতে সব কটি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পুলিশ ও জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বজনদের কাছে আপাতত এই ১০টি লাশ হস্তান্তর করা যাবে।
শিয়ালবাড়ির একটি টিনশেড দোতলা রাসায়নিক গুদামে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশগুলো গতকাল সন্ধ্যার পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, ৯ জন পুরুষ ও ৭ জন নারীর লাশ এখানে এসেছে। লাশগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা চাইলে এবং পুলিশ বা জেলা প্রশাসন অনুমতি দিলে শনাক্ত হওয়া লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা যাবে।
শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে অবস্থিত টিনশেডের রাসায়নিক গুদাম ও চারতলা ভবনটিতে দোতলায় ‘স্মার্ট প্রিন্টিং’ নামের একটি কারখানা আছে, যেখানে টি-শার্ট প্রিন্ট করা হয়। তিন ও চারতলায় ‘আরএন ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভবনটি চারতলা হলেও ছাদে টিনশেড দিয়ে আরও একটি তলা তৈরি করা হয়েছে। ভবন ও গুদামে কোনো অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না। কোনো ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্সও ছিল না।
একটি মন্তব্য পোস্ট করুন