বরিশালে বিতর্কিত সমন্বয়ক মারজুককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি
![]() |
বরিশাল জিলা স্কুলের সামনে গণপিটুনির পর বসে থাকা মারজুক আবদুল্লাহ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ হারানো যুগ্ম সদস্যসচিব মো. মারজুক আবদুল্লাহকে গণপিটুনি দিয়েছে একদল যুবক। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল জিলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজ শেষে জিলা স্কুল মসজিদ থেকে বের হওয়ার সময় প্রায় ১৫ থেকে ২০ জন যুবক তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে। কিল-ঘুষি ও লাথির পাশাপাশি শরীরের ওপর চেপে বসেও তাঁকে আঘাত করা হয়। আশপাশের লোকজন চেষ্টা করলেও ক্ষুব্ধরা হামলা চালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্র বলছে, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ক্ষুব্ধ কিছু ব্যক্তি এই হামলা চালায়। এর আগে পটুয়াখালীর দুমকিতে ডাকাতি প্রস্তুতির একটি মামলায় আসামি হয়ে তিনি কারাগারে ছিলেন।
আন্দোলনের কয়েকজনের অভিযোগ, মারজুক চাঁদাবাজির অভিযোগ আড়াল করতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার কথা বলে থানায় মামলা করেন। সেই মামলায় আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ কৃষক, দিনমজুর, সাংবাদিক ও সমাজসেবকদের আসামি করা হয়। ওই ঘটনার পর তাঁকে সংগঠনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মারজুক বাদী হয়ে একটি মামলা করেছিলেন। মঙ্গলবারের ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে মারজুক আবদুল্লাহকে ফোন করা হলেও তিনি ধরেননি।
একটি মন্তব্য পোস্ট করুন