বগুড়ায় বর্ণিল আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত
![]() |
| বগুড়ার টিএমএসএস হার্ট সেন্টারের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালন করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
‘ডোন্ট মিস এ বিট’ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় টিএমএসএস হার্ট সেন্টারের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত নানা স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
বগুড়া শহর থেকে শুরু হওয়া সাইক্লিং প্রতিযোগিতা মাটিডালি বিশ্বরোড হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে গিয়ে শেষ হয়। এছাড়া অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় ও পাঁচ তারকা হোটেল মমইন সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা। এই কর্মসূচির মাধ্যমে ‘সাঁতার কাটুন, হৃদয় সুস্থ রাখুন’ বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়।
হার্ট দিবস উপলক্ষে টিএমএসএস হাসপাতাল চত্বর এবং শহরের সাতমাথায় দুটি হেলথ চেকআপ বুথে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাসসহ হৃদরোগ প্রতিরোধমূলক পরামর্শ দেন।
কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া বিএমএ সভাপতি অধ্যাপক মো. আজফারুল হাবিব। উপস্থিত ছিলেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মো. মতিউর রহমান ও টিএমএসএস হার্ট সেন্টারের প্রধান অধ্যাপক মো. মজিবর রহমান।
টিএমএসএস হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা বিশ্বরোড ও নওদাপাড়া হয়ে টিএমএসএস ক্যানসার সেন্টারে শেষ হয়। এছাড়া নারী চিকিৎসকদের নিয়ে আয়োজন করা হয় ‘বালিশ বদল’ খেলা, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
দিবসের গুরুত্ব তুলে ধরে আয়োজন করা আলোচনা সভায় অতিথি ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক হোসনে আরা বেগম। সভার সভাপতিত্ব করেন অধ্যাপক মো. জাকির হোসেন, উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভীন, উপদেষ্টা আয়েশা বেগম, উপ-নির্বাহী পরিচালক মো. মতিউর রহমান, পরিচালক (হাসপাতাল) এফ এম মুছা আল মানছুর, ডোমেইন প্রধান অধ্যাপক অনুপ রহমান চৌধুরী এবং হার্ট সেন্টারের প্রকল্প পরিচালক অধ্যাপক মো. মজিবর রহমান।
সভায় বক্তারা জানান, দেশে প্রতিবছর প্রায় পৌনে তিন লাখ মানুষের মৃত্যু হৃদরোগে হয়। তবে সচেতনতা এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তেলে ৮০ শতাংশ হার্টের সমস্যা প্রতিরোধ করা সম্ভব। তারা ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান ত্যাগ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া যেকোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় টিএমএসএস হার্ট সেন্টারের কার্ডিয়াক সেবা, এনজিওগ্রাম, স্টেনটিং, প্রাইমারি পিসিআই, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি, হার্ট ফেইলিউর ও অ্যারিদমিয়া, করোনারি আর্টারি বাইপাস সার্জারির মতো উন্নত চিকিৎসা সুবিধার তথ্যও তুলে ধরা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন