[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চীনের পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছে এনসিপির নেতারা

প্রকাশঃ
অ+ অ-

২৭ আগস্ট চীন সফরের প্রথম দিনে হুয়াওয়ের এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেন এনসিপির নেতারা | ছবি: সংগৃহীত

চীনের সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফিরেছেন আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে প্রতিনিধি দল সাংবাদিকদের সামনে তথ্য উপস্থাপন করেন। নাহিদ ইসলাম চীনের সরকারকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, 'সফরে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কার, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।' 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা সামনে গণপরিষদ নির্বাচন চাই। এটি আমাদের পার্টির অভিন্ন অবস্থান। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাতেও এ বিষয় পুনর্ব্যক্ত হয়েছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়।' 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'এ সফর এনসিপি ও সিপিসির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছে। এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নে নতুন প্রেরণা যোগ করেছে। এ বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা বাড়ানো আমাদের গুরুত্বপূর্ণ কাজ। চীনা দূতাবাস দুই দেশের বাস্তব সহযোগিতা আরও শক্তিশালী করতে সেতুবন্ধনের ভূমিকা রাখবে।' 

এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা মেডিকেল যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও অন্য এনসিপির নেতারা | ছবি: সংগৃহীত

বিমানবন্দর ব্রিফিং শেষে নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক সারজিস আলম চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এর আগে গত ২৬ আগস্ট রাতেই ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হয় এনসিপির প্রতিনিধি দল। সফরকারী দলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন