আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, রাতভর অভিযানে আটক ১০২
প্রকাশঃ
![]() |
কিশোর গ্যাংয়ের হামলায় আহত পুলিশ সদস্য | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর আদাবরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক পুলিশসদস্য গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালাতে যান আদাবর থানা-পুলিশের কয়েকজন সদস্য। এ সময় স্থানীয় ‘কিশোর গ্যাং’ চক্রের সদস্যরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলায় পুলিশসদস্য আল-আমিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![]() |
পুলিশের ওপর হামলার ঘটনায় রাতভর অভিযানে গ্রেপ্তার ১০২ জন | ছবি: পদ্মা ট্রিবিউন |
পুলিশ বলছে, পুলিশের ওপর হামলার নেতৃত্ব দেন আদাবরের কিশোর গ্যাংয়ের মূল হোতা জনি ও রনি। তাঁদের সঙ্গে ছিলেন নাজির, ওসমান, দাঁতভাঙা সুজন, কবজিকাটা হৃদয়, মাদক ব্যবসায়ী রাজুসহ বেশ কয়েকজন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে কুপিয়ে মারাত্মক জখম করে।
এস এম জাকারিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন