[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে আ. লীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

প্রকাশঃ
অ+ অ-

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের খালি গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় | ছবি: ভিডিও থেকে নেওয়া

নিউ ইয়র্কের পর এবার লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে (সোয়াস) এ ঘটনা ঘটে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানিয়েছেন, উপদেষ্টা মাহফুজ আলম দুইটি অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে তিনি সোয়াসে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে যান। সোয়াস ও হাই কমিশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান চলাকালে বাইরে কয়েকজন আওয়ামী লীগ কর্মী স্লোগান দিতে থাকে।

আকবর হোসেনের ফেইসবুক পোস্ট অনুযায়ী, অনুষ্ঠানস্থলে প্রবেশের পর পার্কিং এলাকায় থাকা মাহফুজ আলমের গাড়ির ওপর ডিম নিক্ষেপ করা হয়। অনুষ্ঠান শেষে হাই কমিশনের খালি গাড়ি বের হওয়ার সময়ও কিছু ‘দুষ্কৃতকারী’ রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরি করে এবং গাড়িতে ডিম ছুড়ে। পুলিশ এসে অবরুদ্ধ রাস্তায় থাকা মানুষদের সরিয়ে দেয়।

তিনি জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে মাহফুজ আলমের গাড়ির কোনো সমস্যা হয়নি। সোয়াস অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।

সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ হাই কমিশনে নির্ধারিত মতবিনিময় সভায় মাহফুজ আলম যোগ দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আকবর হোসেন জানিয়েছেন, লন্ডন মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এর আগে ২৪ আগস্ট নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময় মাহফুজ আলমের দিকে ডিম ও পানির বোতল নিক্ষেপ করে আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা। ওইদিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। পরে পুলিশ ওই নেতাকর্মীদের সরিয়ে দেয়। কনস্যুলেট জেনারেল স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিসে ‘দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে’ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন