{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

নেত্রকোনায় বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে পিটিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

মো. জাহাঙ্গীর আলম | ছবি: সংগৃহীত

নেত্রকোনায় পুরনো বিরোধের জেরে মো. জাহাঙ্গীর আলম (২০) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতের দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চল্লিশাকান্দা এলাকায় ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার আলী উসমানের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর মুদির দোকান করেন। একই এলাকার রনি মিয়া ও তরিকুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রায় চার হাজার টাকা ধার নেন। টাকা চাইলে তারা সময় টানেন। কয়েক দিন আগে শহরের কুড়পাড় এলাকায় রনি আহমেদ তাদের টাকা দেওয়ার সময় ঠিক করে দেন; কিন্তু বৃহস্পতিবার আলমগীর ও জাহাঙ্গীর তাদের কাছ থেকে টাকা আদায় করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রনি ও তার লোকজন জাহাঙ্গীরের বাড়ির সামনে আসে। পরে জাহাঙ্গীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হকিস্টিক, লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। অচেতন হয়ে পড়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাহাঙ্গীরের বাবা উসমান আলী বলেন, 'আমার বড় ছেলে আলমগীরের চার হাজার টাকা দাবির কারণে প্রতিপক্ষ তিন দিন আগে জাহাঙ্গীরকে মারধর করেছিল। শুক্রবার রাতেও তারা তাকে আবার ডেকে নিয়ে মারধর করেছে। হামলাকারীরা আমাকে মারার হুমকিও দিয়েছে।' 

জাহাঙ্গীরের মা আম্বিয়া খাতুন বলেন, 'তিন দিন আগে আমার ছেলেকে পিটিয়েছে, বিচার পাইনি। এবার ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।”

রনি মিয়া ও অন্যদের মোবাইল বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, 'এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে জড়িতদের ধরতে অভিযান চলছে।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন