[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শ্রীমঙ্গলে উদ্ধার বিরল লজ্জাবতী বানর

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি শ্রীমঙ্গল

 উদ্ধারকৃত লজ্জাবতী বানর। আজ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন    

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি খামারবাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় হঠাৎ একটি লজ্জাবতী বানর দেখা দিলে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা প্রাণীটিকে চিনতে না পেরে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গোড়। তাঁরা জানান, এটি একটি লজ্জাবতী বানর, যা বাংলাদেশে সংকটাপন্ন ও বিরল প্রজাতি হিসেবে পরিচিত।

স্বপন দেব বলেন, ‘খাদ্যের অভাব, বন ধ্বংস ও আবাসস্থলের সংকটের কারণে প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে, যা বন্য প্রাণীদের জন্য হুমকিস্বরূপ। আমরা প্রাণীটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছি। বন বিভাগ প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উপযুক্ত পরিবেশে প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা করবে।’

লজ্জাবতী বানর দেশের অতি বিপন্ন প্রাণীর তালিকায় আছে জানিয়ে স্বপন দেব আরও বলেন, লজ্জাবতী বানর নিশাচর ও ধীরগতির প্রাণী। এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বনভূমি উজাড় ও পরিবেশ বিপর্যয়ের কারণে এটি বিলুপ্তির মুখে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন