নিজস্ব প্রতিবেদক ঢাকা

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় | ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনা ছাড়াও আরও কয়েকটি মামলার অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিআইজি আরও জানান, দুর্জয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।