প্রতিনিধি ফেনী
![]() |
ফেনীর পরশুরামে সিসি ক্যামেরায় ধারণ করা এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রত্যাহার করা হয় থানার এসআই আবু ছৈয়দকে | ছবি: ভাইরাল হওয়া ভিডিও থেকে |
ফেনীর পরশুরাম উপজেলার একটি নারী নির্যাতন মামলার তদন্তে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে পরশুরাম মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে গতকাল সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অনন্তপুর গ্রামের নারী নির্যাতন মামলার আসামি আবদুস ছাত্তার (৫৫) তদন্ত কর্মকর্তা পরশুরাম থানার এসআই আবু ছৈয়দকে টাকা দিচ্ছেন। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ভিডিওটি ধারণ করা হয়। তবে আবু ছৈয়দ অভিযোগ অস্বীকার করেছেন।
তবে নারী নির্যাতন মামলার আসামি আবদুস ছাত্তার বলেন, ‘এসআই আমার বাড়িতে তদন্তে এসেছিলেন। আমি শুধু বলেছি, তদন্তে গেলে অনেক সময় অফিসাররা টাকা নেন। তখন তিনি নিজের পকেট থেকে টাকা বের করে দেখান, যেন বোঝান তাঁর টাকার দরকার নেই।’
কে সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, জানতে চাইলে ছাত্তার জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
পরশুরাম মডেল থানার এসআই আবু ছৈয়দ বলেন, ‘গত ২২ জুন পান্না আক্তার নামের এক নারী আবদুস ছাত্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। আমি তদন্তে গেলে ছাত্তার আমাকে টাকা দিতে চান। তখন আমি পকেট থেকে নিজের টাকা বের করে দেখিয়ে বলি, আমার টাকার প্রয়োজন নেই। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’
পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, ‘ঘটনাটি পুলিশের নজরে আসার পর এসআই আবু ছৈয়দকে থানার দায়িত্ব থেকে সরিয়ে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ভিডিও পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্র জানায়, তদন্ত কমিটি কয়েক দিনের মধ্যে প্রতিবেদন দেবে।