সংবাদদাতা বগুড়া

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

বগুড়াতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে তিনজন অপহৃত ছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে সেনাবাহিনীর একটি টহল দল শহরের মালতীনগর দক্ষিণ পাড়ার জনৈক রুবির পরিত্যক্ত আধাপাকা বাড়িতে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।

আটকরা হলেন—সোনাতলার আবির হোসেন বিদ্যুৎ (২৭), বগুড়া শহরের ওয়াজ মণ্ডল (৩৬), শাজাহানপুরের মাসুম আলম নাইম (২৭) এবং জয়পুরহাটের মেহেদী হাসান (২৩)।

সেনাবাহিনী জানায়, অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হলে তারা অভিযান চালায়। বাড়িটি ঘিরে ফেলে অপহৃতদের উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে সাতটি দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, তিনটি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিদেশি মদের বোতল, গাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সদর থানার ওসি হাসান বাসির বলেন, 'অপহরণ, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।'