[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নোয়াখালীতে পানিবন্দী দুই লাখ মানুষ, দুর্যোগ এখনও অব্যাহত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নোয়াখালী

ডুবে আছে নোয়াখালী জেলা শহরের সেন্ট্রাল রোড। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

বৃষ্টি না থাকায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো অনেক সড়ক ও বাসাবাড়ি পানিতে ডুবে আছে। জেলা প্রশাসন জানিয়েছে, এখনো জেলা সদর, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, হাতিয়া, সেনবাগসহ নোয়াখালীর প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী।

আজ শনিবার সকালে সরেজমিনে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর, কলেজপাড়া, পূর্ব মাইজদী, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়, জেলা জজ আদালত সড়ক, সেন্ট্রাল রোড, দরগাবাড়ি ও মাইজদী পৌর বাজার এলাকা ঘুরে দেখা হয়। সরেজমিনে দেখা যায়, এসব এলাকায় সড়কে পানি জমে আছে। তবে পানি কিছুটা কমেছে।

পূর্ব মাইজদী জমাদারবাড়ির বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, তাঁদের বাড়ির ভেতরে কিছু ঘরেও পানি ঢুকে পড়েছিল। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি না হওয়ায় পানি অনেকটা কমেছে। তবে এখনো প্রায় এক ফুট পানি বাড়ির উঠানে ও চলাচলের পথে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান রফিকুল।

মাইজদীর হাকিম কোয়ার্টার সড়ক দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটোরিকশাচালক (মিশুক) মো. রুবেল।  তিনি বলেন, সড়কটি প্রায় পাঁচ দিন হাঁটুপানিতে ডুবে ছিল। এ কারণে সড়কটি দিয়ে যাত্রী পরিবহন করা যায়নি। আজ পানি কমায় যাত্রী নিয়ে এসেছেন। এখনো ভাঙাচোরা সড়কটির অনেক স্থানে পানি জমে আছে। চলতে হচ্ছে ঝুঁকি নিয়ে।

পানি কিছুটা কমেছে শহরের হাকিম কোয়ার্টার সড়কে। তবে এখনো চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক মো. আজরুল ইসলাম  বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে উল্লেখ করার মতো কোনো বৃষ্টি হয়নি। আপাতত ভারী বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, গতকাল শুক্রবার বেলা তিনটায় হালনাগাদ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার ৬টি উপজেলায় ৪৬ হাজার ৭০টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব পরিবারের সদস্যসংখ্যা প্রায় ১ লাখ ৯২ হাজার। জেলার ৪৭টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৮৫০ জন আশ্রয় নিয়েছেন। জলাবদ্ধতা ও বন্যায় ৪৬টি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন