[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাইলস্টোনে তৃতীয় দফায় ছুটি বাড়ল শনিবার পর্যন্ত

প্রকাশঃ
অ+ অ-

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন ৫ ও ৭ | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরও তিন দিন ছুটি বাড়ানো হয়েছে। ফলে আজ সোমবার থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে আগামী শনিবার (০২ আগস্ট) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস শনিবার (০২ আগস্ট) পর্যন্ত বন্ধ থাকবে। তবে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে।’

মো. মাসুদ আলম বলেন, ‘আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলছি, তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে আগ্রহী। আশা করছি, দ্রুতই আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারব।’

২১ জুলাই দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এরপর প্রথম দফায় ৩ দিন এবং পরে শুক্র ও শনিবার মিলিয়ে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত ছুটি বাড়ানো হয় দ্বিতীয় ধাপে। সর্বশেষ আজ তৃতীয় দফায় ছুটি বাড়ানো হলো।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন