[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হলি আর্টিজানে নিহত পুলিশ কর্মকর্তাদের শ্রদ্ধা জানালেন শিক্ষার্থীরা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

হলি আর্টিজানে শহীদ দুই পুলিশ কর্মকর্তার স্মরণে শিক্ষার্থীদের শ্রদ্ধা। বুধবার বিকেল | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও ওসি সালাউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন একদল শিক্ষার্থী। বুধবার বিকেল চারটায় তাঁরা ঘটনাস্থলে গিয়ে ফুল দিয়ে তাঁদের স্মরণ করেন।

শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলায় পুলিশের এই দুই কর্মকর্তা প্রাণ হারান। তাঁদের স্মরণে গুলশান থানার পাশেই একটি ম্যুরাল স্থাপন করা হয়েছিল। তবে গত ৫ আগস্ট সেই ম্যুরাল ভেঙে ফেলা হয় এবং সেখানে হিযবুত তাহরীরের পোস্টার লাগানো হয়। এরপর আর তা সংস্কার করা হয়নি। কে বা কারা ভেঙেছে, সেটিও এখনও জানা যায়নি। এ বছর রাষ্ট্রীয়ভাবে কিংবা পুলিশ বাহিনীর পক্ষ থেকেও কোনো স্মরণ কর্মসূচি পালন করা হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীরা বিকেলে সেখানে গিয়ে নতুন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন। এ সময় গুলশান থানার কয়েকজন পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন। তবে শিক্ষার্থীরা যখন স্তম্ভটি বসাতে চায়, পুলিশ তাদের বাধা দেয়। পরে তাঁরা একটি ব্যানার টানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পুনরায় ম্যুরাল স্থাপনের অনুরোধ জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ইব্রাহীম বলেন, ‘আমরা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছি, তারা যেন আবার ম্যুরালটি স্থাপন করে। না করলে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোগ নেবে।’

এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী এসে হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন। ম্যুরাল ভাঙার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তা পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন