[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নোয়াখালীতে জলাবদ্ধতা: অবৈধ দখল উচ্ছেদের দাবিতে জামায়াতের মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নোয়াখালী

জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আজ দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন   

নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে জেলার সব খাল, ড্রেন ও জলাশয়ের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করে দলটি। পরে একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন দলের নেতারা।

জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শাখার আমির ইসহাক খন্দকার, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ বুরহান উদ্দিন, শহর জামায়াতের আমির মো. ইউছুফ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির নিজাম উদ্দিন ফারুক।

বক্তারা বলেন, সুশাসন না থাকায় ও জনসচেতনতার অভাবে নোয়াখালীতে খাল ও ড্রেনেজ–ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। খাল ও জলাশয়গুলো ভরাট হয়ে পড়ছে এবং দখল হয়ে যাচ্ছে। যেখানে–সেখানে গড়ে উঠেছে অপরিকল্পিত আবাসন ও অবকাঠামো। সরকারি নজরদারি ও রক্ষণাবেক্ষণ না থাকার কারণে দিন দিন পরিস্থিতি খারাপ হয়ে উঠছে। বর্তমানে অল্প বৃষ্টি হলেই নোয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে আসে।

বক্তারা আরও বলেন, এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে নোয়াখালীর সব খাল, ড্রেন ও জলাশয় পরিষ্কার ও সংস্কার করতে হবে। অবিলম্বে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। মুছাপুর স্লুইসগেট জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ করতে হবে। একই সঙ্গে ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করার দাবিও জানান বক্তারা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন