প্রতিনিধি নেত্রকোনা

লাশ | প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে কেনু মিয়া (৫৪) নামের এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

কেনু মিয়া উপজেলার টিপ্রা গ্রামের মৃত আবদুর রাশিদের ছেলে। তবে তাঁর স্ত্রী-সন্তানেরা কাজের সুবাদে রাজধানী ঢাকায় থাকেন। টিপ্রা গ্রামে একাই থাকতেন কেনু।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, হাওরের ফসলি জমিতে কাজের উদ্দেশ্যে গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন কেনু। এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন বাড়িতে তাঁকে না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাঁর সন্ধান না পেয়ে‍ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল সোমবার বিকেলে গ্রামটির কয়েকজন কৃষক খেতে কাজ করতে গিয়ে কেনুর গলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।