[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

উত্ত্যক্তের প্রতিবাদে বখাটের হামলা, একজন নিহত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নেত্রকোনা

হত্যা | প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় নারীদের উদ্দেশে অশ্লীল গান গাওয়াসহ উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা করা হয়েছে। এতে আনিসুর রহমান (৪৪) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান ধনাচাপুর গ্রামের প্রয়াত চান মিয়া ফকিরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ধনাচাপুর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের বাড়ির সামনে পরিবারের কয়েকজন মেয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই গ্রামের সাদেক মিয়ার ছেলে আমিন মিয়া (২২), বাচ্চু মিয়ার ছেলে সজীব মিয়াসহ (২৪) কয়েকজন তরুণ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা অশ্লীল গান গাওয়াসহ উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে। পরে নারীরা বাড়িতে এসে বিষয়টি সাইদুল ইসলামের ছোট ভাই আনিসুর রহমানকে জানান। এ সময় আনিসুর বাড়ি থেকে বের হয়ে ওই তরুণদের কাছে জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন তরুণদের সরিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর তরুণেরা বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সংঘবদ্ধভাবে আনিসুর রহমানদের বাড়িতে এসে হামলা চালান। এতে দেশি অস্ত্রের আঘাতে আনিসুর রহমান, সাইদুল ইসলাম, হাবিবুর রহমান, সম্রাজ মিয়া, খোদেজা আক্তারসহ অন্তত সাতজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ভাই সাইদুল ইসলাম বলেন, ‘ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়ার নেতৃত্বে আমিন মিয়া, মনির মিয়া, সজীব মিয়া, আবুল কালাম, সালাম মিয়াসহ একটি সংঘবদ্ধ দল দেশি অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরসহ নারী-পুরুষনির্বিশেষে পরিবারের সদস্যদের জখম করে। এতে আমার ভাই নিহত হন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
স্থানীয় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান বলেন, ‘শুনেছি, গান গাওয়া ও নারীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

অভিযোগের বিষয়ে জানতে সিদ্দিক মিয়াসহ অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোন নম্বরে কল করলে সেগুলো বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, আনিসুরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর তাঁরা গা ঢাকা দিয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আজ বুধবার সকালে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতিসহ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন