[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি ফেরানোর দাবিতে মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নওগাঁ

পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন। আজ শুক্রবার জুমার নামাজের পর কুসুম্বা মসজিদ প্রাঙ্গণে | ছবি: পদ্মা ট্রিবিউন

পাঁচ টাকার নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহি মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদটির প্রধান ফটকের সামনে ‘কুসুম্বা মসজিদের সকল মুসল্লি’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কুসুম্বা মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিন। এ ছাড়া অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির খন্দকার আবদুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, কুসুম্বা মসজিদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে থাকায় দেশের মানুষ সহজেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারতেন। সেই নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহার করে নেওয়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল। পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিটি না মানলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

পাঁচ টাকার নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহারের প্রতিবাদে এর আগে গত মঙ্গলবার উপজেলার প্রসাদপুর বাজারে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপি। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার নেতারা আরেকটি স্মারকলিপি দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন