[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিরপুরে ‘মবের’ শিকার পুলিশ কর্মকর্তা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

মিরপুর বাজার | ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে মাসুদুর রহমান নামের একজন পুলিশ পরিদর্শক ‘মবের’ শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে তাঁকে মারধর করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে মিরপুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাতে যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, বেলা ১১টার দিকে পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান মিরপুর–৬ নম্বর সেকশনের কাঁচাবাজারে যান। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একদল নেতা–কর্মী তাঁকে মারধর করে তাঁর কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। খবর পেয়ে মিরপুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে এবং জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল পল্লবী থানার আওতায় হওয়ায় পরে তাঁদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুদুর রহমান ২০১৭ সালের আগে পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। সে কারণে তাঁকে স্থানীয় লোকজন চেনেন। পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি রাজবাড়ীর দুটি থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এখন ফরিদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। তবে তাঁর পরিবার ঢাকার পল্লবীতে থাকে। সে জন্য তিনি ফরিদপুর থেকে মাঝেমধ্যে ঢাকায় আসেন।

রাতে এ বিষয়ে জানতে পল্লবী থানার ওসি শফিউল আলমের মুঠোফোনে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন