ঈশ্বরদীতে প্রিপেইড মিটারে ক্ষতির আশঙ্কায় নাগরিক ফোরামের প্রতিবাদ
প্রতিনিধি পাবনা
| ফোরামের আহ্বায়ক অধ্যাপক আ. ফ. ম. রাজিবুল আলম ইভান মতবিনিময় সভায় বক্তব্য দেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনার ঈশ্বরদীতে নর্দান বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (নেসকো) বিদ্যুৎ বিল আগাম পরিশোধের জন্য প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছে। তবে এতে ভোগান্তি বাড়ার আশঙ্কায় স্থানীয়রা এর বিরোধিতা করছেন।
এই পরিস্থিতিতে বাজারের খন্দকার মার্কেটে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী সচেতন নাগরিক ফোরামের আয়োজনে মতবিনিময় সভা হয়।
এতে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক আ. ফ. ম. রাজিবুল আলম ইভান। তিনি লিখিত বক্তব্যে জানান, 'এই পদ্ধতি চালু হলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রতি রিচার্জে কাটছাঁট, অতিরিক্ত চার্জ এবং জরুরি প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার আশঙ্কা রয়েছে।'
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ফিরোজুল ইসলাম পায়েল, সংগঠনের মুখ্য সংগঠক রাগীব হাসান রিজভী , যন্ত্রাংশ মেরামতের ব্যবসায়ী কায়েদে আজম, কৃষক কিরণ বিশ্বাস, লোকসেড রাম মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী রামু নাইডু, শ্রমিক নেতা নায়েব আলী, সাংবাদিক মুশফিকুর রহমান মিশন এবং প্রসাধনী ব্যবসায়ী আশিকসহ অন্যান্য ব্যক্তিরা।
Comments
Comments