[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেট্রোরেল স্টেশনে অগ্নিকাণ্ডের মহড়া

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

মেট্রোরেল স্টেশনে আগুন লাগলে আহতদের যেভাবে উদ্ধার করতে হবে সেটি করে দেখাচ্ছেন মেট্রোরেলের এক কর্মকর্তা ও আনসার সদস্য  | ছবি: পদ্মা ট্রিবিউন  

ঢাকার উত্তরায় উত্তরা সেন্টার ও বিজয় সরণির মেট্রোরেল স্টেশনে অগ্নিনির্বাপণ–সংক্রান্ত মহড়া করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকালে উত্তরা সেন্টারে ও বেলা তিনটায় বিজয় সরণি মেট্রোস্টেশনে এ মহড়া হয়। মহড়ায় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুলেন্স, স্নোরকেল গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলে বা মেট্রোরেল স্টেশনে হঠাৎ অগ্নিদুর্ঘটনা হলে কীভাবে যাত্রীদের সুরক্ষা দিতে হবে, অগ্নিনির্বাপণ করতে হবে, সাধারণ লোককে নিরাপদে সরিয়ে নিতে হবে—এসব বিষয়ে বাস্তব অনুশীলন দেখানো হয়। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তাকর্মী এবং ফায়ার সার্ভিসের স্থানীয় স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। মহড়া চলাকালীন মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণসহ অন্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

মেট্রোরেলের উত্তরা সেন্টার ও বিজয় সরণি স্টেশনে বুধবার অগ্নিনির্বাপণ মহড়া চালিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা  | ছবি: পদ্মা ট্রিবিউন  

মহড়া দুটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার ও সিনিয়র স্টেশন অফিসার এ কে এম রায়হানুল আশরাফ। এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন প্রধানেরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন