{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

ইউনূস ও দুদকের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ টিউলিপ সিদ্দিকের

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

টিউলিপ সিদ্দিক | ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন। তিনি বলেছেন, তার সুনাম ক্ষুণ্ন করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার  ইউনূস ও দুদকের কাছে পাঠানো এক আইনি নোটিশে টিউলিপ সিদ্দিক এ অভিযোগ করেন। যুক্তরাজ্যের আইন প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপি-এর মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, 'টিউলিপ সিদ্দিকের নিজ নির্বাচনী এলাকা, রাজনৈতিক দল ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যেই এসব ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।' 

টিউলিপের ভাষ্য, আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও নোটিশে প্রশ্ন তোলা হয়েছে।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে দুদক। কিছু মামলায় টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে।

এসব মামলা নিয়ে শুরু থেকেই দুদক ও টিউলিপের মধ্যে চিঠি চালাচালি চললেও, তাঁর দাবি— এখনো কোনো চিঠির উত্তর দেওয়া হয়নি।

নোটিশে বলা হয়েছে, গত ১৮ মার্চ ও ১৫ এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের কাছে এবং ৪ জুন প্রধান উপদেষ্টা ইউনূসকে চিঠি পাঠানো হয়। তবু কোনো জবাব আসেনি।

স্টেফেনসন হারউডের পক্ষ থেকে বলা হয়, 'আমরা দেখাতে পেরেছি, কীভাবে একটি সাজানো প্রচারণার অংশ হিসেবে টিউলিপ সিদ্দিককে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন