[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তাণ্ডবের প্রথম গান ‘লিচুর বাগানে’ প্রকাশ

প্রকাশঃ
অ+ অ-

বিনোদন প্রতিবেদক ঢাকা

গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর ভিডিওচিত্র থেকে নেওয়া

পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমার নতুন গান ‘লিচুর বাগানে’ এসেছে। আজ রাতে প্রকাশের পরপরই গানটি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা।

চরকির ইউটিউব চ্যানেলে আধা ঘণ্টার ব্যবধানে ৮০ হাজারের বেশি ‘ভিউ’ হয়েছে গানটির। প্রায় আড়াই হাজার মন্তব্য এসেছে।

রহমান মতি নামের একজন দর্শক ইউটিউবে মন্তব্য করেছেন, ‘এযাবৎকালের সেরা আইটেম সং। রোমান্টিকের পাশাপাশি পুঁথি স্টাইলের কাহিনি বর্ণনা দুর্দান্ত কম্বিনেশন হয়েছে। শাকিব তো বরাবরই দুর্দান্ত, সাবিলা নূর নৃত্যপটিয়সীরূপে প্রথম ছবির প্রথম গানেই পাস লেটার মার্কে।’

প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন।
এর আগে ছবিটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ।

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ অভিনয় করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন