[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টিউলিপের চিঠিতে ইউনূসের মর্যাদায় আঘাত এসেছে: গোলাম মাওলা রনি

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

গোলাম মাওলা রনি | ছবি: সংগৃহীত 

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, 'টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে কতটা প্রভাবশালী, তা এবার ভালোভাবেই বুঝতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।'

শুক্রবার সকালে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, 'ড. ইউনূস লন্ডন সফরে যাওয়ার আগে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে যেভাবে একটি চিঠি পাঠানো হয়, তা ছিল অবমাননাকর ও অসৌজন্যমূলক। তাঁর যে আন্তর্জাতিক খ্যাতি রয়েছে, সেই খ্যাতিকে এই চিঠি যেন চপেটাঘাত করেছে।'

তিনি বলেন, 'ওই চিঠি এখন শুধু বাংলাদেশের সংবাদমাধ্যমেই নয়, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ড. ইউনূস টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, কোনো আনুষ্ঠানিক আয়োজন—লাঞ্চ বা ডিনারে অংশ নেবেন কি না, তা নিয়েও বেশ আলোচনা হয়েছে।' 

রনির মন্তব্য, 'টিউলিপ সিদ্দিক নাতির বয়সী। এখন যখন এমন একজন ব্যক্তির সঙ্গে ড. ইউনূসকে তুলনা করা হয়, গ্রেড দেওয়া হয়—তখন সেটি তাঁর মর্যাদাকে নিচে নামিয়ে আনে।' 

ড. ইউনূসের লন্ডন সফর নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, 'এই সফরে ড. ইউনূস পুরস্কার নিচ্ছেন, সঙ্গে আছেন দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, লুৎফে সিদ্দিকীসহ আরও অনেকে। এমনকি তাঁর প্রেসসচিব শফিক সাহেবও গেছেন। কিন্তু সফরের এই সব আয়োজনের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে টিউলিপ সিদ্দিকের সেই চিঠি।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন