[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, চিকিৎসকেরা বলছেন ‘গণমনস্তাত্ত্বিক রোগ’

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট কারখানায় অসুস্থ শ্রমিকদের আজ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার সকালে কারখানায় যোগদানের পর এসব শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টানা তিন দিন কারখানাটিতে শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। প্রথম দুই দিন পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হন। তবে আজ অসুস্থ শ্রমিকদের কেউই পানি পান করেননি। চিকিৎসকেরা এটিকে গণমনস্তাত্ত্বিক রোগ বলে উল্লেখ করেছেন।

শিল্প পুলিশ ও কারখানাটির শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট কারখানায় শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দেন। এরপর একে একে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শ্রমিকদের কেউ কেউ জানান, তাঁদের মধ্যে মাথা ঘোরা ও বমি বমি ভাব আছে। আবুল কালাম নামের এক শ্রমিক বলেন, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘুরচ্ছে এবং বমি বমি ভাব হচ্ছে। কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামতেই তাঁর বমি হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

এ বিষয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিভাগের চিকিৎসক সায়েম কবীর বলেন, অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশির ভাগ বমি, মাথা ঘোরা, পেটে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন। তবে তাঁরা সবাই আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা মাস সাইকোজেনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত।

এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন