[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লালপুরে আম পাড়তে বাধা, দুর্বৃত্তদের গুলি, পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নাটোর

লালপুরের রামকৃষ্ণপুর গ্রামে শ্রীশ্রী ফকির চাঁদ গোসাইজীর আশ্রমে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে আম পাড়তে বাধা দেওয়ার পর স্থানীয় লোকজন ও পুলিশ ছুটে যায়। মঙ্গলবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

নাটোরের লালপুর উপজেলার একটি আশ্রমে আম পাড়া ঠেকাতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

শ্রীশ্রী ফকির চাঁদ গোসাইজি নামের আশ্রমটি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত। আশ্রমটি স্থানীয়ভাবে গোসাইয়ের আশ্রম নামে পরিচিত।

আশ্রম কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও আশ্রমের আমবাগান ইজারা দেওয়া হয়। ইজারাদার নাসির উদ্দিন তাঁর কর্মীদের নিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে আম পাড়তে শুরু করেন। কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে সশস্ত্র কিছু লোক আম বাগানে ঢুকেই এলাপাতাড়ি গুলিবর্ষণ করতে শুরু করে। এতে বাগানে থাকা লোকজন আম পাড়া বন্ধ রেখে নিরাপদ স্থানে সরে যান। তখন দুর্বৃত্তরা বাগানের ভেতরে থাকা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, তিনি পাঁচটি গুলির শব্দ শুনেছেন। তবে কাউকে আহত হতে দেখেননি।

আশ্রমের প্রধান সেবায়েত পরমানন্দ সাধু জানান, আশ্রমের কমিটি গঠন নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়েছে। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। হয়তো এর জের ধরে দুর্বৃত্তরা বাগানের আম পাড়া বাধাগ্রস্ত করার জন্য হামলা চালিয়েছে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ সেনাসদস্যদের নিয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন