[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছায়ানটের দুই দিনের নজরুল উৎসব শুরু

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

প্রথম দিনের অনুষ্ঠানের শুরুতে ছিল ‘এ কী অপরূপ’ গানের সঙ্গে সমবেত নৃত্য। ছায়ানট মিলনায়তন, ২৫ মে | ছবি: ছায়ানটের সৌজন্যে

দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে ছায়ানট। আজ রোববার সন্ধ্যায় সাতটায় ছায়ানট মিলনায়তনে উৎসবের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

ছায়ানটের শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘এ কী অপরূপ রূপে মা তোমার’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ছিল কথন। প্রাবন্ধিক মফিদুল হক জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এরপর ছিল সম্মেলক গান ‘দেশ গৌড়-বিজয়ে দেবরাজ’। গানের পরে ছিল বিশেষ গীতি–আলেখ্য ‘কাবেরী তীরে’।

অনুষ্ঠান সাজানো হয়েছিল গীতি–আলেখ্য, একক ও সম্মেলক গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে। নুসরাত জাহানের গাওয়া ‘মেঘের হিন্দোলা দেয়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফারহানা আহমেদ। আবৃত্তি করেন রফিকুল ইসলাম।

একক শিল্পীদের মধ্যে নাসিমা শাহীন ফ্যান্সী পরিবেশন করেন ‘এখনো মেটেনি আশা’, ‘মোহিত খান গেয়েছেন ‘কাবেরী নদী জলে কে গো বালিকা’, ‘এসো চির জনমের সাথী’ গেয়েছেন শ্রাবন্তী ধর, ‘নিশি রাতে রিম ঝিম ঝিম’ পরিবেশন করেছেন মইদুল ইসলাম, ‘পাষাণের ভাঙালে ঘুম’ গেয়েছেন সঞ্জয় কবিরাজ। একক শিল্পীদের মধ্যে আরও ছিলেন ইয়াকুব আলী খান, ঐশ্বর্য সমদ্দার, ধ্রুব সরকার, ছন্দা চক্রবর্তী, রেজাউল করিম, প্রিয়ন্ত দেব, প্রিয়াঙ্কা গোপ, অরূপ সমদ্দার, নাসরিন আক্তার, জয়েৎ কল্যাণ ও শুক্লা পাল। শিল্পীরা ‘নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়’, ‘রহি রহি কেন সে মুখ পড়ে মনে’, ‘ও গো বৈশাখী ঝড়’, ‘পরদেশী বঁধুয়া’সহ অনেকগুলো গান গেয়ে শুনিয়েছেন।

সম্মেলক গান ‘ত্রিংশ কোটি সন্তান তব’ ও ‘বিজলি খেলে আকাশে কেন’ পরিবেশন করেন ইউডার শিক্ষার্থীরা। শেষে ছিল ছায়ানটের ছোটদের দলের সম্মিলিত গান পরিবেশনা ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন